সহিংসতা কবলিত নেপাল থেকে আসা একটি ভিডিওতে দেখা গেছে দেশটির মন্ত্রীরা ও পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের দড়ি আকড়ে ধরে ঝুলতে ঝুলতে পালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর স্বল্পস্থায়ী এক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সহিংস প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামরিক বাহিনীকে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ‘জেন জি’ আন্দোলনকারীদের নেতৃত্বাধীন হাজার হাজার উত্তেজিত জনতা বহু সরকারি কর্মকর্তার বাড়িতে ও পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। তারা নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় আর উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, নেপালের রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালায়। এক ভিডিওতে...