ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন হাসান আল্ বাশার আবুল উলায়ী। বুধবার (১০ সেপ্টেম্বর) সহকারী হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন। হাসান আল্ বাশার আবুল উলায়ী কানাডার রাজধানী অটোয়াতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিদায়ী সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন হাসান আল্ বাশার আবুল উলায়ী। হাসান আল্ বাশার আবুল উলায়ী কানাডা থেকে ভারতের নয়াদিল্লিতে আসেন। পরে দিল্লি থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরে পৌছানোর পর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাগণ তাকে ফুলেল অভ্যর্থনা জানান। হাসান আল্ বাশার আবুল উলায়ী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এস এম আলমাস হোসেন (স্থানীয়), মিশনের ফাস্ট...