রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। জালালের পক্ষে তার আইনজীবী রফিকুল ইসলাম হিমেল জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি উল্লেখ করেন, জালাল আহমদ সম্পূর্ণ নির্দোষ। শুধু হয়রানি করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে সুর্নিদিষ্ট কোনও প্রমাণ নেই। কথিত ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। আগামী ১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষায় অংশ নেবেন। যে কোনও শর্তে তার জামিনের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় পরীক্ষার রুটিন বা এডমিট কার্ড দেখানো শর্তে জালাল আহমদের জামিনের আদেশ দেন।...