রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ‘ঢাই’ মাছ। এটি বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকায়। বৃহস্পতিবার ভোরে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জেলে জীবন হলদারের জালে মাছটি ধরা পরে বলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানিয়েছেন। জেলে জীবন হালদার বলেন, ভোর রাতে সেসহ দলবল দিয়ে পদ্মায় মাছ শিকারে বের হন। নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন তারা। সেখানে তাদের জালে আটকা পড়ে বিশাল আকৃতির ঢাই মাছ। পরে দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন, মাছটি ২২ কেজি ৬’শত গ্রামের। তিনি বলেন, “মাছটি উম্মক্ত নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩...