গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় “ফুলছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” সরকার কর্তৃক নির্ধারিত স্থান কাতলামারীতে স্থাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিরোধীতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থী ও আমজনতা। গজারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিদুল ইসলাম মফির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম সরকার, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদার আলী, ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রওশন উজ্জামান রিপন, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সামস উদ্দিন বাবু, উড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।...