পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ১৯ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, গত ৯ ও ১০ সেপ্টেম্বর তিনটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল খাওয়ারিজের’ অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মোহমান্দের গুলুনো এলাকায় গোলাগুলির সময় ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় আরও চার জনকে নির্মূল করা হয়েছে। বান্নু জেলায় এক সংঘর্ষে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই এলাকাগুলোতে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী পাকিস্তান থেকে ভারতের স্পন্সর করা সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২১...