শতাধিক বছরের পুরোনো দক্ষিণাঞ্চলের সর্ব প্রথম বেসরকারি ও সরকারি ‘সদর হাসপাতাল’ খ্যাত বরিশাল জেনারেল হাসপাতাল। এখানে নেই সীমানা দেয়াল, মূল গেট নেই প্রায় ৩/৪ বছর, গার্ড নাই, নেই নৈশপ্রহরী। এ যেন এক নাইয়ে’র মেলা। বলছি বরিশাল সদর হাসপাতালের কথা। হাসপাতালের বহির্বিভাগ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে, তার মধ্যে রয়েছে চিকিৎসক সংকট। সব মিলিয়ে হাসপাতালটি নিজেই ধুকে ধুকে চলছে প্রায় না চলার মত করে। তার ভিতরে ‘নিজেরাই নিরাপত্তা হীনতায় ভুগছেন’ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল কর্মী ও একাধিক চিকিৎসক। শতাধিক বছরের পুরনো হাসপাতালটির পুরানো মূল ভবনটি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তবে বহু বছরের অতিঝূঁকিপূর্ন দুটি ভবনের একটিতে বহির্বিভাগ,অপর ভবনটিতে চলছে জরুরি বিভাগের কার্যক্রম। এছাড়া বর্তমানে ১শ’ বেডের ইনডোরের ভবনটির নির্মাণ কাজ এখন চলমান রয়েছে। তবে নির্মাণ কাজ...