ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাধাগ্রস্ত করার চেষ্টার কারণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইসরায়েলের চরমপন্থি মন্ত্রীদের শাস্তি এবং তেল আবিবের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’-এর ভাষণে তিনি এই ঘোষণা দেন। এই ভাষণে ভন ডার লিয়েন কঠোর ভাষায় গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ এবং ‘দ্বিরাষ্ট্র সমাধানকে দুর্বল করার’ ইসরায়েলি প্রচেষ্টার নিন্দা করেন। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে ইউরোপীয় নেতাদের দুর্বল প্রতিক্রিয়া এবং ইউরোপের সম্মিলিত অক্ষমতা ‘বেদনাদায়ক’। তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে তা অগ্রহণযোগ্য। ইউরোপকে অবশ্যই পথ দেখাতে হবে যেভাবে অতীতে দেখিয়েছে।’ তিনি ঘোষণা দিয়ে বলেন যে, ইইউ ইসরায়েলের ‘চরমপন্থি মন্ত্রী’ এবং ফিলিস্তিনে সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ...