টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ওই ব্যক্তি গ্রামে ঘোরাঘুরি করলে স্থানীয়রা তাকে সন্দেহ করে ওঁৎ পেতে রাখেন। একপর্যায়ে সে জসিম উদ্দিনের ছেলে দুদু মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করলে দুদুর ডাকচিৎকারে গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। এ সময় জনতার এলোপাতারি মারধরে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। সকালে তার মৃত্যু হয়। তবে ওই সময় তার সঙ্গে থাকা আরও দুজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।...