১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম উখিয়ার সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেছেন ভিকটিমের চাচা এনাম মিয়া। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আদালতে দাখিলকৃত অভিযোগে বাদী উল্লেখ করেন, নিহত আমিন উল্লাহ স্থানীয়ভাবে একটি এনজিওতে চাকরি করার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি ছিলেন। পেশাগত দায়িত্বে তিনি নিয়মিত মাদক ও অপরাধবিষয়ক সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করতেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদককারবারীরা দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। বাদীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আমিন উল্লাহ। পরদিন ভোরে পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি জানান, চট্টগ্রামে অবস্থান করছেন এবং টাকার প্রয়োজন। ওই...