প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের শেষ নেই। কখনো আকাশের রঙিন রংধনু আমাদের বিমোহিত করে, কখনো আবার সাগরের নীল ঢেউ মন কেড়ে নেয়। তবে পৃথিবীর কিছু স্থান এমনো আছে যেগুলো একেবারেই অনন্য। যার সৌন্দর্য মানুষের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। ঠিক তেমনই এক বিস্ময়কর জায়গা হলো পেরুর রেইনবো মাউন্টেন বা স্থানীয়দের ভাষায় ভিনিকুনকা। এই পাহাড়কে বলা হয় বিশ্বের সবচেয়ে রঙিন পর্বতশ্রেণি, যেখানে পাথর আর মাটির স্তরে স্তরে জেগে ওঠে লাল, সবুজ, হলুদ, গোলাপি, নীল, এমনকি বেগুনির মতো বিচিত্র রং। যেন পাহাড়ের গায়ে আঁকা হয়েছে বিশাল রংধনু। এই রঙিন পাহাড়কে ঘিরে রয়েছে ভ্রমণপিপাসুদের এক অদম্য কৌতূহল। কীভাবে পাহাড়ের বুকে তৈরি হলো এমন রঙের খেলা? কেনই বা প্রকৃতির এই শিল্পকর্ম দীর্ঘদিন মানুষের চোখের আড়ালে ছিল? চলুন জেনে নেওয়া যাক রেইনবো মাউন্টেনের অদ্ভুত রহস্য, ভ্রমণের অভিজ্ঞতা ও...