টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের বাড়ি জামালপুরে মাদারগঞ্জ উপজেলায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হলুদিয়া গ্রামে জসিমের বাড়িতে মোটরসাইকেলে করে তিনজন গিয়ে অটোরিকশা চুরির চেষ্টা করেন। টের পেয়ে স্থানীয়রা চিৎকার করলে দুজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে গেলেও ধরা পড়েন রাসেল। পরে গ্রামের লোকজন তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই...