দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী। চলচ্চিত্রের গানের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তাকে বলা হয় সিনেমার গানের রানী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গুণী এই শিল্পীর জন্মদিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন কনকচাঁপা। বিশেষ এই দিনটি ঘিরে নিজের অভিমত দীর্ঘ এক পোস্টে শেয়ার করেছেন এই গায়িকা। তিনি লেখেন, জীবন ছোট বলেই হয়তো অনেক সুন্দর, মায়াময়। এই পৃথিবীর সব ভালো কিছুই সঙ্গে মায়া জড়িয়ে থাকে প্রচ্ছন্ন ভাবে। কিন্তু সেই মায়াময় পরিবেশ বজায় রাখতে শক্ত হাতে সুনিপুণ ভাবে লক্ষ্য স্থীর করে আলো জ্বালতে হয়। আমি সেই আলোকবর্তিকা হাতে নিয়ে সব অন্ধকার দূর করতে চাই। যোগ করে কনকচাঁপা লেখেন, কাজটা অনেক কঠিন কারণ...