জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং ফজিলাতুন্নেছা হলে বন্ধ হওয়া ভোটগ্রহণ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, শঙ্কা সব জায়গায় আছে। কিছু ভুল বোঝাবুঝির জন্যে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এখন আবার ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিয়ম-কারচুপির অভিযোগ এনে দুই হলের ভোট বন্ধ করেন। এ সময় হল হল প্রোভস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এ ছাড়াও ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেওয়া হচ্ছে না। তাই তারা ভোট বন্ধ রেখেছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১...