১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ডিআই পিকআপের ধাক্কায় মাদরাসার ছাত্র, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক পুরুষ ও বিদ্যুতায়িত হয়ে ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজারের আনিছা রাইস মিলের সামনে দাড়ানো অবস্থায় পিকআপের ধাক্কায় আহত হয় আবু সুফিয়ান (৬)। সে উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের কছির মিয়ার ছেলে ও জাউয়া কওমি মাদরাসার নূরানী জমাতের ছাত্র। একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া পার্কিং করা ডিআই পিকআপ ব্রেকগিয়ারে পিছনের দিকে গেলে সুফিয়ানকে মাটিতে ফেলে চাপা দেয়। গুরুত আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন সন্ধ্যা ৭টার দিকে...