উপকরণ১. আমন্ড (বাদাম) পাউডার ১ কাপ২. আইসিং সুগার ১ কাপ৩. ডিম ৩টা৪. বেকিং পাউডার ১ চা চামচ৫. গুঁড়া দুধ ১ টেবিল চামচ৬. ফুড কালার (পছন্দমতো) আধা চা চামচ৭. ভ্যানিলা এসেন্স আধা চা চামচ,৮. হুইপিং ক্রিম ১ কাপ৯. মাখন ১ কাপ প্রস্তুত প্রণালিপ্রথমে আমন্ড পাউডার চেলে রাখুন। এবার একটি পাত্রে ডিম ভেঙে সাদা অংশ বিট করে নিন। ফোম হয়ে এলে আধা কাপ আইসিং সুগার মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করুন। চেলে রাখা বেকিং পাউডার, গুঁড়া দুধ, অর্ধেক মাখন, ভ্যানিলা এসেন্স ও ফুড কালার মিশিয়ে বিট করে নিন। ভালোভাবে মেশানো হলে বেকিং ট্রেতে ছোট ছোট গোল আকারে ম্যাকারন বানিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ওভেনে প্রিহিট (১৭৫ ডিগ্রি) ২৫ মিনিট বেক...