জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা হোটেল কর্মচারীকে গুলি করা এবং দুইজনকে হত্যার মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। পলাতক চার আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে ছিলেন আইনজীবী সারওয়ার জাহান। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করেছেন। হাজির আসামির পক্ষে তার আইনজীবী আংশিক বক্তব্য রেখেছেন। রোববারের দিন বাকি বক্তব্য সমাপ্ত করতে সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার চার্জ গঠন...