আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভোটার হিসেবে নিবন্ধিত ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। আর এজন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে নতুন এক অ্যাপ তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত এক তথ্যবিবরণী থেকে জানা গেছে এ তথ্য। সেখানে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে এ সুখবর দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। একইসঙ্গে বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে...