জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্ধ হওয়ার ১ ঘণ্টা পর এই ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে, বেলা ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের এই হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়। অভিযোগ ওঠে, অনুমতি ব্যতিত মেয়েদের হলে প্রবেশ করে ছাত্রদল সমর্থিত এই ভিপি প্রার্থী। তবে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সাদি বলেন, আমি এখানে একজন শিক্ষকের সঙ্গে এসেছিলাম। তার অনুমতি সাপেক্ষেই ছিলাম।আরও পড়ুনআরও পড়ুনজাকসু নির্বাচন: বন্ধ রয়েছে ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ এরও আগে, সকাল ১০টার দিকে...