প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে ইডেন মহিলা কলেজের সক্ষমতা সংকোচনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের দুই নং গেটের সামনে তারা সড়ক অবরোধ করে চার দফা দাবি তুলে ধরেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরে তামান্না তাসফিয়া। তিনি বলেন, দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ (প্রতিষ্ঠিত ১৮১৩) বর্তমানে প্রায় ১৫ হাজার ছাত্রী নিয়ে দেশের অন্যতম বৃহত্তম নারী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ প্রস্তাবিত কাঠামোয় আসন সংখ্যা মাত্র ২,০৮০ করা হলে হাজার হাজার মেধাবী নারী উচ্চশিক্ষার সুযোগ হারাবেন। এ সিদ্ধান্ত নারী শিক্ষার জন্য মারাত্মক আঘাত এবং সংবিধান ও জাতীয় শিক্ষা নীতির পরিপন্থি। প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ইডেন কলেজের অবকাঠামো বিশেষভাবে নারী শিক্ষার্থীদের উপযোগী করে নির্মিত। এখানে...