রাজবাড়ীর পাংশায় ড্রামট্রাক চাপায় রবিউল ইসলাম রজব (৫৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রজব রাজবাড়ী কালুখালী উপজেলার সাওরাল ইউনিয়নের ঘাটোরা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিউল ইসলাম টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় তিনি মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করে...