জাকসু ও হল সংসদ নির্বাচনে বেলা ২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ৫০ শতাংশের বেশি হয়েছে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে এই তথ্য জানিয়েছেন। অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, এরইমধ্যে মোট ভোটারের অর্ধেকের বেশি ভোট পড়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সমস্যার কারণে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। নির্দিষ্ট সময় শেষে ভোটার উপস্থিত হলে সেখানে আবার ভোট নেওয়া হয়েছে। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে গেছে। ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ১১,৭৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ এবং ছাত্র ভোটার ৬,০১৫। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকসু ও...