জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মওলানা ভাসানী হল পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। জিতু বলেন, ‘আমার দেখেছি, অনেকগুলো হলে ইসলামী ছাত্রশিবির তারা তাদের প্রার্থীদের প্রচারপত্র বিলি করছে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এ ছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি অবস্থান করছিলেন। তাকে সেই হলের প্রভোস্ট ও সাংবাদিকরা বের করে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন হল কেন্দ্রে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ না দেওয়ারও অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের এ ভিপি প্রার্থী। তিনি আরও বলেন, আমরা দেখেছি কয়েকটি হলে ভোট দেওয়ার পরে ভোটারদের...