রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের অবস্থিত ৮৪ বছরের পুরনো দিলালপুর ছাতারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা। বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। ভবনের পলেস্তরা খসে পড়ছে, দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এমনই পরিবেশে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পড়তে আসে শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। সরজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়ের ভবনটিতে ছাদ থেকে ঝরে পড়ছে বালু সিমেন্টের গুঁড়া। বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষের ভেতর স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে। ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে একতলা নতুন ভবন পান ওই বিদ্যালয়টি। ওই সময় ধরেই বিদ্যালয়ে পাঠদান করে আসছেন।...