এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বাংলাদেশের আক্ষেপের শেষ নেই। সেই আক্ষেপটা হলো-হাতের মুঠোতে পেয়েও আজ পর্যন্ত মহাদেশীয় এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারা। বাংলাদেশের দুয়ারে চ্যাম্পিয়ন হওয়ার মতো অবারিত সুযোগ এসেছিল। কিন্তু বারবারই ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। একথা সত্য এশিয়া কাপের কোনো আয়োজনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে অবশ্যই ক্রিকেটে তা আলাদা এক আভিজাত্য ও সৌন্দর্য তৈরি করত। কিন্তু না সেটা হয়নি। আর এ কারণেই বাংলাদেশের বড় এক আক্ষেপ রয়েছে ওই এশিয়া কাপ ঘিরে। সেই আক্ষেপ আর সাথে একগুচ্ছ স্বপ্ন নিয়ে এশিয়া কাপের এবারের আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগার বাহিনী। অবশ্য মাঠে নামার আগে সম্প্রতি পাকিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে টি- টোয়েন্টিতে সিরিজ হারানোর সুখস্মৃতি রয়েছে। দুবাইতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া...