হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। উপজেলার যশকেশরী গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম জানিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা বলছে, ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে উপজেলার যশকেশরী গ্রামের আলকাছ মিয়ার ছেলে নাবেল মিয়ার সঙ্গে একই গ্রামের নবীন মিয়ার ছেলে নাইমের বিরোধ চলছিল। এ নিয়ে নাইমের বাবা নবীনের সঙ্গে নাবেলের বাকবিতণ্ডা হয়। এর জেরে উত্তরহাটি গোষ্ঠী ও বড় হাটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মিয়াসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আহতদের উদ্ধার করে...