মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন ও কোটি কোটি ব্যবহারকারীকে ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছেন হোয়াটসঅ্যাপের সাবেক নিরাপত্তা প্রধান। ২০২১ সালে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটাতে যোগ দিয়েছিলেন আত্তাউল্লাহ বেইগ এবং ২০২৫ সালে চুক্তি শেষ হয়ে গেলে তাকে কাজ থেকে বের করে দেয় মেটা। সোমবার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এক মামলা দায়ের করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। মামলায় বেইগ অভিযোগ করেছেন, বিভিন্ন নিরাপত্তা সমস্যাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে মেটা এবং ত্রুটি ঠিক করার বদলে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দিয়েছে কোম্পানিটি। মামলায় বলা হয়েছে, বিশ্বজুড়ে তিনশ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। তবে প্রতিদিন এক লাখেরও বেশি অ্যাকাউন্ট হ্যাক বা অন্যের দখলে চলে যাওয়ার মতো ঘটনা ঘটছে অ্যাপটিতে, যা যথাযথভাবে ঠেকাতে পারছে না মেটা। একশ...