“আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকার উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে সে প্রমাণ আমি রেখেছি।” সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বলেন, “জালালপুর ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি। বিএনপির প্রতিষ্ঠাতার বাড়িও এই ইউনিয়নে। বিগত স্বৈরশাসকের সময়ে আপনারা ভোট দিয়ে মফিদুল হক লিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।” হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, “আমি অতীতে ব্যাপক উন্নয়ন করেছি। এ এলাকায় উন্নয়ন অব্যাহত রাখতে হলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। দলের প্রতিটি কর্মীকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে...