রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাজারীবাগ, মধ্য বাড্ডার ও মান্দা এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদরে দিপুর দিঘী পুরের বাসিন্দা মোহাম্মদ মিলন মিয়ার ছেলে রেজওয়ান ইসলাম রফিক (২২), সাতক্ষীরা উপজেলার সুলতানপুরের বাসিন্দা মৃত আঞ্চনি সরদারের ছেলে উজ্জ্বল সরদার (৫৫) ও দক্ষিণ মান্ডার মো. আনোয়ারুল ইসলামের মেয়ে আফরিন সুলতানা দিবা (২৪)। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম জানান, আজ ভোরে হাজারীবাগের একটি বাড়ির পঞ্চম তলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রেজওয়ান ইসলাম রফিকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ওই যুবক একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে তার...