ফারুক আহমেদের অপসারণের পর এনএসসি কোটায় বিসিবির সভাপতির পদে বসেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের দিনই তিনি বলেছিলেন যে, টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছেন তিন মাসের জন্য। কিন্তু সময়ের সাথে সাথে তিনি মত বদলে এখন বিসিবি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কেন? আগামী মাসে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এতে বুলবুলের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন সাবেক দেশসেরা ওপেনার তথা সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'বঙ্গ'-কেবুলবুল জানালেন তার মত পরিবর্তনের কারণ, ‘সত্যি বলতে আমি প্রথমে টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছিলাম। তিন মাস কাজ করব, তারপর নির্বাচন হবে এবং আমি আইসিসিতে ফিরে যাব বা ক্রিকেট অস্ট্রেলিয়ায় যোগ দিব। কাজ শুরু করে মনে হলো, এই যে আমরা সবাই মিলে দেশের ক্রিকেটে এই বিনিয়োগটা (বিভিন্ন উদ্যোগ) করলাম, আমি চলে গেলে তো সকল পরিশ্রম...