দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এবার তিনি দর্শকের নজর কাড়লেন নতুন রূপে তাও আবার ভারতীয় ওয়েব সিরিজে। সম্প্রতি সনি লিভ তাদের আসন্ন কন্টেন্টগুলোর একটি প্রমো প্রকাশ করেছে, যেখানে শুভকে দেখা গেছে এক ঝলক! আর এই এক ঝলকেই শুভকে দেখা গেছে একেবারে ভিন্ন আঙ্গিকে! শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন! প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয়...