নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে জানান, আজ বিকাল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট ছেড়ে যাবে। রাষ্ট্রদূত জানান, যেসব যাত্রীর গত ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল, তারা আজকের অতিরিক্ত ফ্লাইট বিজি ৩৭৪-এর সুবিধা নিতে পারবেন। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বর্তমানে নেপালে অবস্থান করছেন ডিফেন্স কলেজের ৫১...