শুভ নীলা প্রেমটা অনেক বছরের। কিন্তু শুভর নীলার প্রতি একটা খাপছাড়া কেয়ারিং ছিলো সবসময়। নীলা ডাকলে শুভকে পেতো না। পেলেও খুব দেরী। কেন যেন একটা টিউন হচ্ছিলো না। একদিন নীলার মামা শুভকেডেকে কিছু কথা বলে, যা শুনে শুভর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে পাল্টে যায় এবং নীলার প্রতি অদ্ভুত ঘোর তৈরি হয়। সে নীলার প্রতি আরও তুমুলভাবে কেয়ারিং শুরু করে। এভাবে চলে অনেকদিন। তারপর তার মামা আবার শুভকে ডাকে। সেদিনও কিছু কথা বলে, যা শুনে শুভ যেন প্রাণ ফিরে পায়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে...