জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট হাতে গণনা করা হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসুর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। তবে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন। প্রসঙ্গত, প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পাসের পেছনে গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে বহিরাগত প্রবেশ নিষেধ লেখা ব্যানার ঝোলানো হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। এবারের নির্বাচনে...