কেসিসির প্রশাসক ও বিভাগীয় সরকার মো. ফিরোজ সরকার বাজেট ঘোষণা করেন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৫-২০২৬ অর্থ বছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ অর্থ দাতা সংস্থার উপর নির্ভরশীল। তবে, বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। এছাড়া গত অর্থ বছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৬১৮ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৯৮১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার টাকা। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। কেসিসির প্রশাসক ও বিভাগীয় সরকার মো. ফিরোজ সরকার বাজেট ঘোষণা করেন। বাজেট বক্তৃতায় কেসিসির প্রশাসক ও বিভাগীয় সরকার মো. ফিরোজ সরকার বলেন, “গত চার বছরে নতুন কোনো প্রকল্প না থাকা আর পুরাতন প্রকল্পগুলোও চলতি বছর শেষ...