নেপালে সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। বুধবার বিকেলে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় বিমান নামতে না পারায় দলটি হোটেলেই আটকা পড়ে। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সিল (পলিটিক্যাল) মোহাম্মদ শোয়েব আব্দুল্লাহ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির কারণে দলের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত ছিলেন। “মাত্র দেড় দিনের মাথায় একটা দেশের পরিস্থিতি এতটা অবনতির দিকে যাবে, এটা আসলে কেউই ধারণা করতে পারেনি। গাড়ি পোড়ানো, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মতো ঘটনা হচ্ছিল। এমনকি দল যে হোটেলে ছিল, সেখানে আক্রমণের শঙ্কা দেখা দিয়েছিল,” বলেন তিনি। তিনি জানান, নেপালের সরকারি অফিসগুলো...