প্রবল বর্ষণে ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আল-জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ ও পর্যটন দ্বীপ বালির বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পাহাড়ি এলাকায় কাদা, পাথর ও গাছের স্রোত গ্রামগুলোর ওপর নেমে আসে। অন্তত ১১২টি এলাকায় প্লাবন ঘটে এবং বহু স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার কর্মকর্তাদেরকে ভয়াবহ বন্যার পরের পরিস্থিতি মোকাবিলা ত্বরান্বিত করতে, নিখোঁজদের খুঁজে বের করতে এবং বাস্তুচ্যুত মানুষদের মৌলিক চাহিদা পূরণের নির্দেশ দিয়েছেন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ থেকে ৬০০...