নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্রুত ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সব যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনী নেওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় কাঠমান্ডুতে আটকেপড়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের দেশ আনার উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেও ফেরত আসতে পারতেন তারা। কিন্তু তারা...