জুলাই সনদ বাস্তবায়নে চারটি বিকল্প উপায়ের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এগুলো হলো- গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ ও বিশেষ সাংবিধানিক আদেশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। এ নিয়ে বৈঠকে এখনও আলোচনা চলছে। কমিশনের প্রস্তাবে বলা হয়, জুলাই সনদের সংবিধানসংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নানা মতামত দিয়েছে। এর মধ্যে, পূর্ণাঙ্গ সনদ বা এর অংশবিশেষ নিয়ে গণভোটের আয়োজন, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিশেষ সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার, ১৩তম সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন, সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে গড়ে তুলে সনদের বিষয় অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মতামত নেওয়া যে অন্তর্বর্তী...