জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হাতে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালটপেপার নিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।” এর আগে কমিশন জানিয়েছিল, ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিন। তবে বিতর্ক এড়াতে শেষ মুহূর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শেখ সাদী অভিযোগ করেন, “নির্বাচন কমিশন যথাযথ...