নেপালের ৬৫টি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীরা এক যৌথ বিবৃতিতে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে সরকার গঠন এবং আইনের শাসন কার্যকর করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে তারা বলেন, নতুন প্রজন্মের (জেনজি) অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন করতে হবে এবং আইনশৃঙ্খলা ও শাসনব্যবস্থা কার্যকর করতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে— ‘নেপালি জনগণের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বর্তমান পরিবর্তনের দাবিকে সামনে রেখে সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে এবং জেনজি প্রজন্মের অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন ও আইনের শাসন বাস্তবায়নের জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি।’ আরও পড়ুনআরও পড়ুননতুন সংবিধান, রাজনৈতিক সংস্কারসহ যেসব দাবি জেন-জিদের এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার মাধ্যমে সংলাপ এগিয়ে নিতে নাগরিক সমাজকে...