দীর্ঘ ৩৩ বছর পর বহুপ্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডাকসুর শহীদ তাজউদ্দীন আহমদ হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে একান্ত গোপন মিটিং করেছে নির্বাচন কমিশন। মিটিং চলাকালে ঢাকা এক্সপ্রেসের সাংবাদিক মো. আরিফ হোসেন পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার তাকে রুম থেকে বের করে দেয় এবং বলেন, ‘এখন আমরা একটা পার্সোনাল মিটিং করবো, তুমি বের হয়ে যাও, পরে এসো।’ একটি ভিডিওতে দেখা যায়, শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাধ্যক্ষের কক্ষে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ ও নির্বাচন কমিশনের সদস্য...