স্কিনকেয়ার খুচরা বিক্রেতাদের মধ্যে অন্যতম সাবু শপ যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট উদ্বোধন করেছে। গত ৬ সেপ্টেম্বর এ আউটলেট উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উচ্চমানের স্কিনকেয়ার সাশ্রয়ী মূল্যে সরবরাহে সাবু শপ গত সাত বছরে অনলাইন ও অফলাইনে সুনাম তৈরি করেছে; যা একটি অনলাইন স্টোর হিসেবে শুরু হয়েছিল, এখন তা হয়ে উঠেছে একটি বিশ্বস্ত জাতীয় ব্র্যান্ড, যার একাধিক আউটলেট ঢাকা ও দেশের বাইরেও বিস্তৃত। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নূরা সুলতানার সহ-প্রতিষ্ঠাতা এবং তুরস্কের এসকেআর হার্বানিকসের বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর অ্যাস্থেটিশিয়ান ও ডার্মাটোলজিস্ট ড. ফাইক্কা রিয়াসাত; এসকেআর হার্বানিকসের ব্যবস্থাপনা পরিচালক জুলকিফাল; লুনা গ্রুপের পরিচালক ড. এম কালিম খালিদ চৌধুরী; মালয়েশিয়ার কিউসিএম কসমেটিকস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা আলি; থাইল্যান্ডের টোনো ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা পি টোনো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও...