১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এলজিইডি কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায়। এলজিইডি সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৩টি অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মাণের জন্য দুইতলা ভবন নির্মাণের কাজ দেওয়া হয়েছিল মেসার্স গাজী কনস্ট্রাকশনকে। মোট খরচ ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নির্মাণ কাজ শুরুর পর থেকে নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসী বারবার তোলেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিনেও ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী বিক্ষোভ দেখালে এলজিইডি কাজ বন্ধ রাখে। কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক...