জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ আসার পর জটিলতা তৈরি হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোটগ্রহণ প্রায় সোয়া ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ভোটে অনিয়ম হচ্ছে এমন অভিযোগ করে একজন ছেলে ভিপি প্রার্থী মেয়েদের এই কেন্দ্রে প্রবেশ করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। তখন শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। সেই জটিলতার কারণেই সোয়া এক ঘণ্টা ভোট বন্ধ ছিল। পরে দুপুরে দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট বন্ধ রাখার খবর পেয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ অন্যান্য হলে যান। তারা হল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “এখানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন এবং পর্যবেক্ষণ করছেন তাদের সবার সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।...