ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা এবং সার্বিক অব্যবস্থাপনার অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম একটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন। এর আগে, একই দিনে কয়েকটি ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল।আজ সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন, যার মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে...