১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, তহশিলদারের সীমিত দক্ষতা, কর্মকর্তাদের অবহেলা ও দীর্ঘসূত্রিতার কারণে ছোট ছোট কাজও মাসের পর মাস সময় নিচ্ছে। মো. আনিছুর রহমান বলেন, একটি কাগজ তোলার জন্যও দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এখানে কোনো কাজ করতে গেলে অজুহাতের শেষ নেই। মো. ইমদাদুল হোসেন অভিযোগ করেন, জমির খাজনা দিতে গেলেও নানা ফাঁকফোকরে কাজ আটকে যায়। কখনো ফাইল নেই, কখনো কর্মকর্তা ব্যস্ত। মোছা. উম্মে খাতুন বৃষ্টি বলেন, খাজনা জমা দিয়েও আমার নামজারি হচ্ছে না। তহশিলদার কম্পিউটার জানেন না, বাইরে থেকে লোক এনে কাজ করান—এতে সময় আরও বেশি লাগে। প্রযুক্তিনির্ভর কর্মকর্তার প্রয়োজন। মো....