রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল নির্বাচনের দুই দিন পর জামিন পেলেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানি নিয়ে বৃহস্পতিবার জামিনের আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী জানান। জালালের পক্ষে তার আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, “এ আসামি সম্পূর্ণ নির্দোষ। কোনো অপরাধ করেননি। শুধুমাত্র হয়রানি করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। আসামির বিরুদ্ধে সুর্নিদিষ্ট কোনো প্রমাণ নেই। কথিত ঘটনার সময় আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।” এ আইনজীবী বলেন, “১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা। তিনি একজন পরীক্ষার্থী। পরীক্ষায় তিনি অংশগ্রহণ করবেন। যে কোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি।” রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন৷ শুনানি শেষে আদালত...