জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না আইয়ুব আলী। বন্ধুর সহায়তায় তিনি জীবনে প্রথমবার ভোট দিয়েছেন। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে তিনি ভোট দেন। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী আইয়ুব আলী। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়া সুযোগ ছিল। তবে জাকসু নির্বাচনে এই সুযোগ নেই। বেলা ১১টার শহীদ তাজউদ্দীন আহমদ হলে ভোট দিয়ে আইয়ুব আলী বলেন, ‘আজ আমি জীবনের প্রথম ভোট দিলাম। এর আগে কখনো সুযোগ পাইনি।’ আরও পড়ুনআরও পড়ুনজাকসু নির্বাচন: বন্ধ রয়েছে ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ ভোটদানের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমার...