টি-টোয়েন্টি নিঃসন্দেহে চার-ছক্কার খেলা। ছক্কা মারতে পারার সামর্থ্য যাদের বেশি, সেই দল সবসময়ই এগিয়ে থাকে। তবে ছক্কা মারাই কেবল গুরুত্বপূর্ণ নয়, স্মার্ট ক্রিকেট খেলতে পারাও বড় ব্যাপার; মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং, অপেক্ষাকৃত দুর্বল। তবে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তানও। তাই বেশ পরীক্ষায়ই পড়তে হবে। লিটন দাস বলেন, ‘এশিয়া কাপে এটা আমাদের প্রথম ম্যাচ। আপনারা জানেন আমাদের গ্রুপটা একটু ট্রিকি। আমরা যদি দ্বিতীয় রাউন্ডের (সুপার ফোর) জন্য কোয়ালিফাই করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশি ব্যাটারদের ছক্কা মারার সামর্থ্য বেড়েছে। ফলে টি-টোয়েন্টিতে এখন বেশ ভালো করছে টাইগাররা। জিতেছে সবশেষ তিনটি সিরিজ। ছক্কা...